Home হলিউড বিড়ালের চরিত্রে সুইফট

বিড়ালের চরিত্রে সুইফট

টেলর সুইফটের বিড়াল পছন্দ। দু-দুটি পোষা বিড়াল আছে তাঁর। একটির নাম অলিভিয়া বেনসন, অন্যটির মেরিডিথ গ্রে। এবার বিড়ালকে ঘিরে একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। এমনকি একটি বিড়ালের চরিত্রেই দেখা যেতে পারে তাঁকে।

মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন টেলর সুইফট। দুটি সিনেমায় অভিনয়ও করেছেন। তবে সেই চরিত্রগুলো ছিল ছোট। এবার বেশ গুরুত্বপূর্ণ ও বড় চরিত্রে দেখা যাবে তাঁকে। ইংল্যান্ডের ওয়েস্ট এন্ড থিয়েটার এবং আমেরিকার ব্রডওয়ের বিখ্যাত মঞ্চ মিউজিক্যাল ক্যাটস আসছে বড় পর্দায়। সেখানেই দেখা যাবে টেলর সুইফটকে।

সংগীত পরিচালক ও মিউজিক্যাল থিয়েটার প্রযোজক অ্যান্ড্রু লয়েড ওয়েবার ক্যাটস মিউজিক্যালটি মঞ্চে আনেন। এটি টি এস এলিয়টের একগুচ্ছ কবিতা অবলম্বনে তৈরি। ১৯৮১ সালে লন্ডনে এটি প্রথম মঞ্চস্থ হয়। তবে ছবিটির নাম কী হবে, এখনো ঠিক হয়নি।

ছবিটি পরিচালনার ভার পড়েছে ব্রিটিশ পরিচালক টম হুপারের কাঁধে। দ্য কিংস স্পিচ ও লা মিজারেবলস-এর মতো ছবির পরিচালক তিনি। এ বছরের নভেম্বর মাসে ছবির শুটিং শুরু হওয়ার কথা আছে। রয়টার্স।

Collect from Prothom-Alo

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here